Responsive Advertisement

Tuesday, March 27, 2018

Before the e-TIN Registration


Information about e-TIN

করদাতা হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত ও সহজতর করতে জাতীয় রাজস্ব বোর্ড ই-টিআইএন (e-TIN) রেজিস্ট্রেশন পদ্ধতি প্রবর্তন করেছে । এ পদ্ধতিতে কয়েকটি সহজ ধাপ পেরোনোর মাধ্যমে আপনি পেতে পারেন একটি নতুন টিআইএন । বর্তমানে যাদের টিআইএন আছে ,তাঁদেরকেও নতুন পদ্ধতির টিআইএন করার জন্য রি-রেজিস্ট্রেশন করতে হবে । টিআইএন রেজিস্ট্রেশন কিংবা রি-রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুনঃ www.incometax.gov.bd অনলাইনে টিআইএন রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশনের জন্য যা প্রয়োজনঃ করদাতার ধরন প্রয়োজনীয় তথ্যাবলী প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী নাগরিক
 1.জাতীয় পরিচিতি নম্বর/পাসপোর্ট নম্বর (ইস্যু ও মেয়াদ উর্ত্তীণের তারিখসহ); এবং
 2.পূর্বের টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)। অপ্রাপ্ত বয়স্ক বাংলাদেশী নাগরিক 1.অভিভাবকের 12 ডিজিটের টিআইএন (নতুন পদ্ধতি অনুযায়ী রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশনকৃত); 2.সদ্য তোলা ডিজিটাল ফরম্যাটের পাসপোর্ট সাইজ ছবি; এবং
3.পূর্বের টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)। প্রাপ্ত বয়স্ক বিদেশী নাগরিক 1.পাসপোর্ট নম্বর (ইস্যু ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ ); 2.ভিসা নম্বর ও তারিখ; 3.ডিজিটাল ফরম্যাটে সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি; এবং 4. পূর্বের টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)। অপ্রাপ্ত বয়স্ক বিদেশী নাগরিক 1.অভিভাবকের 12 ডিজিটের টিআইএন (নতুন পদ্ধতি অনুযায়ী রেজিস্ট্রেশন/ রি-রেজিস্ট্রেশনকৃত); 2. পাসপোর্ট নম্বর (ইস্যু ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ); 3. ভিসা নম্বর ও তারিখ;
4. ডিজিটাল ফরম্যাটে সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি; এবং
5. পূর্বের টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)।
 প্রাইভেট /পাবলিক লিমিটেড কোম্পানী
1.কোম্পানীর ইনকর্পোরেশন নম্বর ও তারিখ; এবং
 2.পূর্বের টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)।
 বিদেশী কোম্পানী/ লিয়াঁজো অফিস
1.বিনিয়োগ বোর্ড (বিওআই) কর্তৃক অনুমোদনের রেফারেন্স নম্বর ও তারিখ; এবং
 2. পূর্বের টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)।
 কর্পোরেশন
 1. কর্পোরেশন গঠনের গেজেট নম্বর ও তারিখ ; এবং
2. পূর্বের টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)।
 অন্যান্য কোম্পানী (আয়কর অধ্যাদেশের 2 (20) ধারার সংজ্ঞানুযায়ী )
1.যথোপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের রেফারেন্স নম্বর ও তারিখ; এবং
2. পূর্বের টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে) পার্টনারশীপ ফার্ম (RJSC কর্তৃক রেজিস্ট্রিকৃত)
1.রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস এর রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ;
2.অংশীদারদের 12 ডিজিটের টিআইএন; এবং 3. পূর্বের টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)।
 পার্টনারশীপ ফার্ম (RJSC কর্তৃক রেজিস্ট্রিকৃত নয়) /ব্যাক্তিসংঘ (এ ও পি)
1.অংশীদার /ব্যক্তিসংঘ গঠনকারী সদস্যদের 12 ডিজিটের টিআইএন; এবং
2. পূর্বের টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)।
 অবিভক্ত হিন্দু পরিবার 
1.ক্ষমতাপ্রাপ্ত ব্যাক্তির 12 ডিজিটের টিআইএন; এবং
2.পূর্বের টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)।
 লোকাল অথরিটি
 1.লোকাল অথরিটি গেজেট নম্বর ও তারিখ ; এবং
2. পূর্বের টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)। আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যাক্তিসত্ত্বা, (এনজিও /কো-অপারেটিভ সোসাইটি /ট্রাস্ট /ফাউন্ডেশন /রাজনৈতিক দল/সাংস্কৃতিক/সামাজিক ক্রীড়া সংগঠন /ধর্মীয় /দাতব্য প্রতিষ্ঠান ) 1.যথোপযুক্ত কর্তৃপক্ষের রেফারেন্স নম্বর ও তারিখ; এবং
2. পূর্বের টিআইএন (রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে)।

Also read ⛽ Recent notice of NBR

নতুন পদ্ধতিতে টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনের শুরুতে প্রত্যেককে অবশ্যই অ্যাকাউন্ট তৈরী করতে হবে।
 অ্যাকাউন্ট তৈরীর নিয়ম : • www.incometax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন ।
• হোমপেজের Reigster বাটনে কিল্ক করলে “রেজিস্ট্রেশন” ফরম ওপেন হবে । ফরমের নির্ধারিত শূন্যস্থানগুলো পূরণ শেষে Reigster বাটনে কিল্ক করুন । • ফরমে প্রদানকৃত আপনার মুঠোফোন নম্বরে তাৎক্ষণিকভাবে একটি কোড পৌছে যাবে। পর্দায় প্রদর্শিত ডায়ালগ বক্সে মুঠোফোনে প্রেরণকৃত কোডটি প্রদান করুন। এবার Active বাটনে ক্লিক করলেই পর্দায় দেখতে পাবেন “Welcome to Taxpayer’s Identification Number (TIN) Registration/Re-registration” • TIN Application মেনুতে ক্লিক করুন। এবার Registration/Re-registration ফরমে প্রদর্শিত শূণ্যস্থানগুলো পূরণ করে Go to next চাপুন। • Basic information ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে শূণ্যস্থানগুলো পূরণ করুন এবং Go to next বাটনে কিল্ক করুন ।

This is a Sample Textbox

• প্রাপ্ত বয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিকের (যাদের জাতীয় পরিচিতি নম্বর নেই) টিআইএন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এ পর্যায়ে এসে ডিজিটাল ফরম্যাটে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। • Final preview তে ফরমে প্রদর্শিত আপনার দেয়া তথ্যগুলো সঠিক আছে কিনা, তা শেষ বারের মতো যাচাই করুন। সব কিছু ঠিক থাকলে, Final preview এর একেবারে নীচে চেক বক্সে টিক চিহ্ন দিন। • এরপর Submit Application বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশনকারী নতুন 12 ডিজিটের টিআইএন পাবেন। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আবেদনকারী, যার জাতীয় পরিচিতি নম্বর নেই এবs যিনি পাসপোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন করতে চান, তিনি একটি Ticket পাবেন। Ticket প্রিন্ট করে তাতে উল্লিখিত নিয়ম অনুসরণ করে বর্ণিত ঠিকানায় যোগাযোগ করতে হবে। • পূর্বের বর্ণনানুযায়ী টিআইএন রেজিস্ট্রেশনের বিভিন্ন ধাপ অনুসরণ করুন। • কোম্পানীর টিআইএন রেজিস্ট্রেশনের জন্য করদাতা প্রতিষ্ঠানের নাম, ইনকর্পোরেশন নম্বর, ইনকর্পোরেশন তারিখ, কোম্পানীর ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী, মোবাইল নম্বর, ফ্যাক্স নম্বর ও ই-মেইল ঠিকানা। রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পূর্বের টিআইএন নম্বর। উল্লেখ্য, নিবাসী এবং বাংলাদেশী নহেন এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোম্পানীর পরিচালক হলে সে ক্ষেত্রে ১২ ডিজিটের ইটিআইএনের প্রয়োজন নেই।

Also read 👉 Yearly subscription Fee

• RJSC তে নিবন্ধিত ফার্ম এর টিআইএন রেজিস্ট্রেশনের জন্য করদাতা প্রতিষ্ঠানের নাম, রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন তারিখ, ফার্মের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী, মোবাইল নম্বর, ফ্যাক্স নম্বর ও ই-মেইল ঠিকানা এবং ফার্মের প্রত্যেক অংশীদার (নিবাসী এবং বাংলাদেশী নহেন এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যতিত) এর নবপ্রবর্তিত 12 ডিজিটের টিআইএন। রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পূর্বের টিআইএন নম্বর। • RJSC তে রেজিস্ট্রেশনকৃত নয়, এরূপ ফার্মের টিআইএন রেজিস্ট্রেশনের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী, মোবাইল নম্বর, ফ্যাক্স নম্বর ও ই-মেইল ঠিকানা এবং ফার্মের প্রত্যেক অংশীদারের নবপ্রবর্তিত 12 ডিজিটের টিআইএন। • সকল প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারী কোম্পানি/ফার্ম নতুন টিআইএন সম্বলিত সার্টিফিকেট পাবেন।

Looking For Anything Specific?

Random Novels

SoraBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Form

Name

Email *

Message *